Shebaru

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ও ভর্তি তথ্য

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ও ভর্তি তথ্য

ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয় গুলো কাছাকাছি। এ সাবজেক্টে ইলেকট্রিসিটির পাওয়ার হাউস জিজাইন ও তার রক্ষণাবেক্ষণ, ইলেকট্রনিক্স সংক্রান্ত যাবতীয় বিষয়, Circuit design and application, টেলিকমিউনিকেশন, ইত্যাদি নিয়ে পড়ালেখা করা হয়।

চাহিদা এবং ভবিষ্যৎ

যেকোন দেশেই ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর চাহিদা অত্যন্ত ব্যাপক। এর ব্যাপক চাহিদা অতীতে সবসময় ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষত আগামী ৫/৬ বছর ইলেকট্রিক্যালের চাহিদা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকবে বলে আশা করা যায়।

বিষয় রেটিং
বর্তমানে BUET এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে EEE এর অবস্থান ১ম।

কোথায় পড়বেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং?

ক) দেশে :

  • BUET, RUET, CUET, KUET.
  • প্রায় সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেযন AIUB, East-West, Stamford ইত্যাদি।
  • KUET এ আছে Electrical & Communication Engineering (ECE) যা EEE এর কাছাকাছি, RUET – এ আছে ETE.
  • কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (TE) নামে যে বিভাগ আছে তা EEE -এর কাছাকাছি।

খ) বিদেশে :

  • প্রায় সব খ্যাতনামা এবং মাঝারি মানের বিশ্ববিদ্যালয় EEE/ECE/TE আছে। এর মধ্যে MIT, Harvard University উল্লেখযোগ্য।

স্কলারশীপ

  • Termfinal- এর Result- এর উপর ভিত্তি করে দেশে ও বিদেশে সব বিশ্ববিদ্যালয়ে বিভাগ থেকে বৃত্তি প্রদান করা হয়।
  • বিভিন্ন Technical magazine- এ থিসিস/রিসার্চ পেপার জমা দিয়েও বৃত্তি পাওয়া যায়।
  • বিভিন্ন Techical Foundation- ও বৃত্তি প্রদান করে।

উচ্চশিক্ষার জন্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

ক) দেশে : BUET, RUET, CUET, KUET. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ যেমন NSU, AIUB, Ahsan-ullah ইত্যাদি।
খ) বিদেশে : প্রায় সব খ্যাতনামা ও মাঝারি মানের বিশ্ববিদ্যালয়।

চাকুরির ক্ষেত্র

  • B.C.S. General.
  • B.C.S. Technical (Electrical যেমন বিদ্যুৎ বিভাগ, T&T ইত্যাদি
  • PDB
  • Mobile/Land Phone Company.
  • BUET, KUET, RUET, CUET, DUET এবং অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন AIUB, Ahsan-ullah, Stamford, East-West প্রভৃতি জায়গায় শিক্ষকতা ।
  • যেখানে সাধারণ ডিগ্রিধারীরা আবেদন করতে পারে।
  • অন্যান্য কোম্পানী/ফ্যাক্টরি।

ভর্তি প্রস্তুতি বিষয়ক কনসালটেন্সি সেবা:

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।


PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?